সর্বোচ্চ আদালতের নির্দেশে গত বছরের আগস্টে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করে ভারত সরকার। ওই তালিকা এনআরসি ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এসব তথ্য সংরক্ষিত থাকলেও প্রাযুক্তিক কারণে অদৃশ্য হয়ে গেছে। শিগগিরই প্রাযুক্তিক সংকট নিরসন করা হবে বলে দাবি করেছেন কর্মকর্তারা। এনআরসি কর্তৃপক্ষের দাবি, তথ্য অদৃশ্য হয়ে যাওয়ায় দায়িত্বপ্রাপ্ত আইটি প্রতিষ্ঠান উইপ্রো’র সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না। Bangla Tribune
ওয়েবসাইট থেকে উধাও আসামের নাগরিক তালিকা
- ahayder
- February 21, 2020
- bangla tribune
- 0 Comments
Tags: বিদেশ