করোনাভাইরাসের কারণে চীনের অর্থনীতিতে এরই মধ্যে প্রায় আড়াই ট্রিলিয়নের বেশি ক্ষতি হয়েছে। এরপর সেখানকার আক্রান্ত বিভিন্ন এলাকা থেকে তুলে নেওয়া হচ্ছে ব্যাংক নোট। এর ফলে দেশটির অর্থনীতিতে নতুন করে ধাক্কা লাগল। করোনাভাইরাস নতুন করে ছড়িয়ে পড়া ঠেকানোর অংশ হিসেবে চীন ব্যবহৃত ব্যাংক নোট তুলে নিচ্ছে ও জীবাণুমুক্ত করছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।