আপনি কি মানুষের সামনে কথা বলতে গেলে বিরাট ঝামেলায় পড়ে যান? ক্লাস/ অফিস শেষে পরিচিত কারো সাথে যেন রাস্তায় দেখা না হয়ে যায় আপনি কি এই দোয়া করতে করতে বাসায় ফেরেন? আপনার বন্ধুর সংখ্যা কি লেস চিপসের প্যাকেটের মত, দেখতে বেশি মনে হলেও ভিতরে কম? তাহলে কংগ্রাচুলেশন্স! আপনি একজন সোশ্যালি অকওয়ার্ড মানুষ। প্রায়ই এমন আরো অনেক ঘটনার সম্মুখীন হতে হয় আপনার এবং আমার মতো মানুষদের। নিচের এই ঘটনাগুলোর সাথে মিলিয়ে দেখুন তো আপনার জীবনের সাথে কতগুলো মিলে যায়! Bengal Beats