ডিসেম্বরের শেষ নাগান চীনের হুবাই প্রদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ্যে এই ভাইরাস নিয়ে একের পর এক আজব তত্ত্ব দিয়ে যাচ্ছে ভারতের হিন্দু মহাসভা। কয়েক দিন আগেই হিন্দু মহাসভার সর্বভারতীয় সভাপতি চক্রপাণি বলেছিলেন, গরুর গোবর গায়ে মাখলে ও গোমূত্র খেলেই করোনাভাইরাস সেরে যাবে। যা নিয়ে তীব্র হাস্যরস সৃষ্টি হয়েছিল। এবার তিনি বললেন, ‘করোনাভাইরাস আসলে ভগবানের অবতার। আমিষাশীদের শাস্তি দিতে ও ক্ষুদ্র প্রাণিদের রক্ষার্থেই এই ভাইরাসের পৃথিবীতে আগমন।’