বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলনের উদ্দেশ্য ছিল মাতৃভাষাকে শিকলমুক্ত করে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। তা করতে গিয়ে জন্ম রক্তক্ষয়ী ইতিহাসের। বায়ান্ন তাই ইতিহাসের পাতায় লেখা একটি অধ্যায় নয়, বাঙালি জাতির মুক্তির প্রতীক হয়ে উঠেছে। একুশে ফেব্রুয়ারি হয়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিকে ঘিরে তাই যুগ যুগ ধরে লেখা হয়েছে অগণিত গল্প, উপন্যাস, নির্মিত হয়েছে নাটক, চলচ্চিত্র। সৃষ্টি হয়েছে অগণিত গান। যেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা, মাতৃভাষার প্রতি প্রগাঢ় ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে। অমর একুশের সেসব গান, নাটক, চলচ্চিত্র নিয়ে এ আয়োজন।
ভাষা আন্দোলন ও চলচ্চিত্র
- ahayder
- February 27, 2020
- somokal
- 0 Comments
Tags: বিনোদন