দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডবে আহত বহু মানুষ এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছে। কেউ কেউ আবার ধারালো অস্ত্র, পাথরের আঘাত বা পুড়ে যাওয়া ক্ষত নিয়ে চিকিৎসা নিচ্ছে। আহত এসব ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘবদ্ধ হামলাকারীরা দেশীয় পিস্তল, তলোয়ার, হাতুড়ি, লাঠি ও বড় বড় পাথর নিয়ে হামলা চালায়। পুলিশের ধারণা দিল্লির তাণ্ডবে উত্তর প্রদেশ থেকে আনা দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। বেশ কয়েকজন মুখোশধারী হামলাকারীও হিন্দুস্থান টাইমসকে জানিয়েছে যে তারা উত্তর প্রদেশ থেকে দিল্লিতে এসেছে। Bangla Tribune