কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির ভর্তিতে এ বছর বড় ধরনের চারটি পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে কোটা বাতিল, রেজিস্ট্রেশন ফি বাড়ানো এবং মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস আবেদন বাতিলসহ ভর্তি নীতিমালায় গুরুত্বপূর্ণ চারটি পরিবর্তন রয়েছে। ভর্তি আবেদন আগামী ১০ মে শুরু হয়ে ২৫ জুন শেষ করার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।