কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা হবে কি না সংশয় ছিল। শেষ মুহূর্তে মাঠ সংস্কারের পর খেলা ঠিকই মাঠে গড়িয়েছে। তাতে হোম ভেন্যু হিসেবে অভিষেক হলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের। আর নিজেদের মাঠে অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। বসুন্ধরা কিংসকে দিয়েছে হারের লজ্জা। নাইজেরিয়ান মিডফিল্ডার ওগুচুকু ওবি মনেকের একমাত্র গোলে তারা প্রথম হারের বিস্বাদ ‘উপহার’ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। দিনের অন্য ম্যাচে শেখ জামাল ২-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। Bangla Tribune
বসুন্ধরাকে হারিয়ে মোহামেডানের চমক
- ahayder
- March 17, 2020
- bangla tribune
- 0 Comments
Tags: খেলা