রাজপরিবারে যাদেরই প্রতিদ্বন্দ্বী ভাবছেন, তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছেন দেশটির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। আগামী নভেম্বরে রিয়াদে জি২০ সম্মেলনের আগেই সিংহাসনের আরোহন করতে পারেন তিনি। সেই ভাবনা থেকেই নতুন করে এই ধরপাকড় অভিযান বলে মিডল ইস্ট আইয়ের খবরে জানা গেছে।
বাবাকে সিংহাসনচ্যুত করে শিগগিরই বাদশাহ হচ্ছেন যুবরাজ
- ahayder
- March 19, 2020
- jugantor
- 0 Comments
Tags: আন্তর্জাতিক