পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় দুটি গ্রামে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। সোমবার দেশটির সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েতেঙ্গা প্রদেশের মালি সীমান্তবর্তী দিংগুলিয়া ও বার্গা গ্রামে হামলায় নিহত হয়েছে অন্তত ৪৩ জন। রবিবারের ওই হামলার পর গ্রাম দুটিতে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ছয় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। এখন পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। Bangla Tribune
বুরকিনা ফাসোর গ্রামে হামলা, নিহত অন্তত ৪৩
- ahayder
- March 19, 2020
- bangla tribune
- 0 Comments
Tags: আফ্রিকা