সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আক্রমণ করেছে। প্রতিদিন নতুন করে এ ভাইরাস শনাক্তের কারণে ভারত জুরে আতংক ছড়িয়েছে। ফলে করোনাভাইরাস আতংক দূর করতে মুম্বাইয়ের ওরলিতে পোড়ানো হয়েছে ‘করোনাসুর’। মুম্বাইয়ের ওরলিতে এই ‘করোনা’ হোলিকা দহন হয়। সেই দহনের একটি ভিডিও সংবাদ সংস্থা এএনআইসহ ভারতীয় মিডিয়ায় প্রকাশ করা হয়।
আতংক থেকেই ভারতে পোড়ানো হল ‘করোনাসুর’ (ভিডিও)
- ahayder
- March 21, 2020
- jugantor
- 0 Comments
Tags: আন্তর্জাতিক