করোনাভাইরাস প্রতিরোধে ওয়াজ-মাহফিল ও কীর্তনসহ অধিক জনসমাগম হয় এমন ধর্মীয় অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেওয়া হয়।