এই সময়ে তার থাকার কথা ছিল জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা স্থগিত হয়ে গেছে। প্রিমিয়ার ফুটবল লিগও বন্ধ। হঠাৎ ময়দান থেকে ছুটি মেলায় ফুটবলারদের অনেকেই ছুটিতে গেছেন। আবার কেউ কেউ ক্লাবেই থাকছেন। অনেকটা বিচ্ছিন্ন থাকার মতো। এই দলে পড়েছেন সাইফ স্পোর্টিং ক্লাব ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। হঠাৎ ‘অবসর’ পেয়ে জামালের সময় কাটছে একটু অন্যভাবে। Bangla Tribune
ছবি এঁকে সময় কাটছে জামালের!
- ahayder
- March 24, 2020
- bangla tribune
- 0 Comments
Tags: খেলা