কনকাশন ইনজুরির কারণে অ্যাডিলেড এবং মেলবোর্ন টেস্টে খেলতে পারেননি তরুণ অজি ওপেনার উইল পুকোভস্কি। তবে সিডনি টেস্টে ফিরে দারুণ ব্যাটিং করেন এই তরুণ। কিন্তু ইনজুরি নিয়ে আবার একাদশের বাইরে চলে যেতে হলো সিডনিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৬২ রান করা পুকোভস্কির। তার জায়গায় ওপেন করবেন মার্কোস হ্যারিস। খবর-আইসিসি
আবার ইনজুরিতে পুকোভস্কি, একাদশে হ্যারিস
Tags: খেলা