তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা পৌঁছে দেওয়ার পদক্ষেপ শুরু হয়েছে খুলনা থেকে। আগামী শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভদ্রা নদী তীরবর্তী প্রত্যন্ত এই গ্রামে ইন্টারনেট সংযোগ না থাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে গ্রামটিকে।