বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। আবহমানকাল এই দেবী বিভিন্ন দেশে বিভিন্নরূপে পূজিত হয়ে এসেছেন। গ্রিক দেবী এথেনির সঙ্গে দেবী সরস্বতীর সাদৃশ্য অনেকে কল্পনা করে থাকেন। রোমান দেবী মিনার্ভার সঙ্গেও দেবী সরস্বতীর সাদৃশ্য কল্পিত হয়ে থাকে। দেবী মিনার্ভার সঙ্গে গ্রিক দেবী এথেনি একীভূত হয়ে গেছেন। তিনি সকল বিদ্যা, বুদ্ধি ও বিদ্যায়তনের অধিকারিণী। এথেনিয়াম শব্দের অর্থ বিদ্যামন্দির বা গ্রন্থাগার, বিদ্যাদেবী এথেনির নাম থেকেই সম্ভবত এথেনিয়াম শব্দের উৎপত্তি। আইরিশ দেবী ব্রিজিদ কাব্য, শিল্প ও আরোগ্যের দেবতা হিসেবে পূজিত। এর সঙ্গেও দেবী সরস্বতীর সাদৃশ্য কল্পনা করা হয়। তবে জাপানে পূজিত সমুদ্রদেবী বেনতেন যেন দেবী সরস্বতীর প্রতিমূর্তি। ইনি অষ্টভুজা, এর দুই হাত প্রার্থনার ভঙ্গিতে যুক্ত। বীণা নামক বাদ্যযন্ত্র তার প্রিয়। তাকে চিত্রে সমুদ্রগর্ভে পদ্মোপরি উপবিষ্টা অথবা বীণা বাদনরত অবস্থায় দেখা যায়। বেনতেন যেন লক্ষ্মী, সরস্বতী ও সর্পের মিশ্রিত রূপ। তবে যবদ্বীপে প্রাপ্ত পদ্মাসন বীণাহস্ত বীণাবাদনরত সরস্বতী মূর্তি ও তিব্বতে বজ্রধারিণী ময়ূরবাহনা বজ্রসরস্বতী মূর্তি নিঃসন্দেহে আমাদের বিদ্যাদেবী সরস্বতী।
বিদ্যাদেবী সরস্বতী
Tags: চতুরঙ্গ