সালাম না দেওয়ায় কিশোর গ্যাং ‘ব্যান্ডেজে’র সদস্যদের হাতে খুন হয় ১৬ বছর বয়সী মো. হাসান। সিনিয়র-জুনিয়র নির্ধারণ নিয়ে বিরোধে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সাত কিশোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে কদমতলীর পূর্ব জুরাইনে পুলিশের সোর্স জাকির হোসেনকে হত্যার ঘটনায় জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে। রাজধানীতে প্রতি মাসে ১৫ থেকে ২০টি হত্যাকাণ্ড ঘটে বলেও জানান ডিবি কর্মকর্তারা।
সালাম না দেওয়ায় কিশোর আধিপত্য নিয়ে সোর্স খুন
Tags: রাজধানী