আসামিকে আদালতে তোলার আগে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
গ্রেপ্তার হওয়া আসামিকে পুলিশ হেফাজত থেকে আদালতে তোলার আগে শরীরিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। গত শনিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি যৌথ সভায় এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।